টাঙ্গাইল অঞ্চলের গুরুপুণ কাযক্রম/প্রকল্পসমূহ:
১ । সমিতি ও দল গঠন:
ক) গঠিত সমিতির সংখ্যা : ৯২৩ টি
খ) গঠিত দলের সংখ্যা : ৯২০০ টি
২ । সঞ্চয়ের মাধ্যমে পুজিঁগঠন: মোট সঞ্চয় :১১৪৯.৪৬ লাখ টাকা
ক) সাধারন সঞ্চয় : ৬৯৬.৮৬ লাখ টাকা
খ) সোনালী সঞ্চয় : ৩৮০.৬২ লাখ টাকা
গ) মেয়াদী সঞ্চয় :৭১.৯৮ লাখ টাকা
৩ । ক্ষুদ্র ঋণ :
ক) ঋণী সদস্য : ১৯৯৯৫ জন ।
খ) মাঠে পাওনা : ১৮০৩.৭৪ লাখ ,
গ) আদায়ের হার : ৯৮%
৪ । ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ :
ক) মোট গ্রাহকের সংখ্যা : ২৮৬২ জন ।
খ) মাঠে পাওনা : ৬৬২.৪২ লাখ ,
গ) আদায়ের হার : ৯৯%
৫ ।সৌরশক্তি প্রকল্প:
ক) সোলার হোম সিস্টেম বিক্রয় : ২০৫৪ টি
খ) দৈনিক বিদ্যুৎ উৎপাদন : ১৩৫ কিলোওয়াট ।
গ) আদায়ের হার : ৯৫%
৬ । প্রশিক্ষণ :
সদস্য প্রশিক্ষণ প্রতি বছর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন ৩৭৫ জনকে ।
পশু পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয় ।
প্যারাটেক প্রশিক্ষণ দেওয়া হয় ।
৭ । লক্ষ্য জনগোষঠীর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন সমিতিতে প্রশিক্ষণ ফোরামে প্রশিক্ষণ দেওয়া হয় ।
৫২ সপ্তাহে ৫২ টি বিষয়ে প্রশিক্ষণ দওয়া হয়।
আত্মকমসংস্থান ও উৎপাদন বিষয়ে এবং সামাজিক উন্নয়ন কাযক্রমে সেবা প্রদান করা হয় ।